দর্শকের হৃদয়ে জায়গা করে নিল অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত নাটক


অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ । ১:২০ অপরাহ্ণ
দর্শকের হৃদয়ে জায়গা করে নিল অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত নাটক
সংগৃহীত ছবি

ছোট পর্দার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী শায়লা সুলতানা সাথী অভিনয় দক্ষতা ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এবার তাকে দেখা গেল নিজের জীবনের গল্পে নির্মিত একটি নাটকে। “প্রথম প্রেমের চিঠি” নামের এই নাটকটি ইতিমধ্যেই অর্ধকোটির বেশি দর্শক দেখে ফেলেছেন।

২৩ সেপ্টেম্বর ভাওয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া নাটকটি সাথীর স্কুল জীবনের একটি বিশেষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

শায়লা সাথী জানান, স্কুলে পড়ার সময় প্রতিদিন একজন ছেলে তাকে ফলো করত এবং তার বাসায় ফুলের তোড়ায় চিঠি দিয়ে যেত। সেই চিঠির ভাষা এতটাই সুন্দর ছিল যে সাথীর সেটি পড়তে ভালো লাগত এবং তিনি তা সংগ্রহ করতেন। চিঠিগুলোতে তার পড়ার সময় কোন ড্রেস বা কোন প্রোগ্রামে কোন শাড়ি পরলে ভালো লাগবে, এসব বিষয় উল্লেখ থাকত। ভালোবাসা দিবসে বাসা ফুল দিয়ে সাজিয়ে যেত সেই অজানা প্রেমিক।

শায়লা সাথী আফসোস করে বলেন, “আমার একটাই আফসোস যে সেই মানুষটাকে আমি কখনোই দেখিনি, আর সেও কখনোই সামনে আসেনি। অনেকবার চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে ফুল চিঠি রেখে গিয়েছিল, তবে এরপর থেকে আর কখনো এমন কিছু ঘটেনি। তার পরিচয় না জানার আফসোসটা থেকে গেছে। এখনকার যান্ত্রিক শহরে এমন ভালোবাসা আর নেই, তাই ভাবলাম নিজের জীবনের এই গল্পটি স্মৃতি হিসেবেই রেখে দিই। যার ফলশ্রুতিতে এই নাটক তৈরি।”

শাকিল হুসাইনের পরিচালনায় এই নাটকে শায়লা সাথীর বিপরীতে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রাফসান ইমতিয়াজ। এছাড়াও এম কে এইচ পামির, দিশা, হাসিবসহ আরও অনেকে অভিনয় করেছেন। নাটকটি দর্শকদের ভালো লেগেছে বলে আশাবাদী শায়লা সাথী।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১