ছাত্র আন্দোলনের সফলতা আসবে সময়মতো বিয়ের মাধ্যমে: আসিফ আকবর


অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ । ১:২৫ অপরাহ্ণ
ছাত্র আন্দোলনের সফলতা আসবে সময়মতো বিয়ের মাধ্যমে: আসিফ আকবর
সংগৃহীত ছবি

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক আসিফ আকবর তাঁর সুরের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমানভাবে সক্রিয়।

সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে তিনি বিয়ে ও সংসার শুরুর উপযুক্ত বয়স নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন, যা সাড়া ফেলেছে অনলাইনে।

আসিফ মনে করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা অর্জিত হবে শিক্ষার্থীদের সময়মতো বিয়ের মাধ্যমে।

ফেসবুক পোস্টে আসিফ আকবর বলেন, “আমি ২৪/২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার দ্রুত শুরু করা যায়, তরুণরা বাবা-মা হতে পারে এবং আমরা দাদা-নানা হওয়ার সুযোগ পাই সঠিক সময়ে।”

তিনি মনে করেন, প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করার পরিকল্পনা করতে গেলে জীবনের সুন্দর সময় চলে যায়।

“স্বর্ণের দাম এবং অন্যান্য খরচের কথা চিন্তা করলে, ২৪/২৫ বছর বয়সে বিয়ে করা কঠিন হয়ে যায়, তাই বাবা-মাকে সন্তানদের বিয়ের জন্য উদ্যোগ নিতে হবে,” বলেন তিনি।

আসিফ আরও উল্লেখ করেন যে অনেক ছাত্রনেতা এখনও অবিবাহিত রয়ে গেছেন, অথচ তিনি সেই বয়সেই দুই সন্তানের বাবা হয়েছিলেন। রাষ্ট্রীয় ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটি সহজতর পদ্ধতি চালু করার প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, ব্যাঙ্কের মাধ্যমে তরুণদের ঋণ দিয়ে, সেই ঋণ ধীরে ধীরে পরিশোধের সুযোগ তৈরি করতে হবে, যেন তাদের উপর কোনো আর্থিক চাপ না পড়ে।

আসিফ আকবর তাঁর বড় ছেলে শাফকাত আসিফ এবং শেহরীন ঈশিতার দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপনের কথাও উল্লেখ করেন। যদিও এখনও দাদা হওয়ার কোনো সুখবর নেই, তবে তিনি তাঁর ছোট ছেলে শাফায়াত রুদ্রর বিয়ের জন্য অধীর অপেক্ষায় আছেন এবং ২০২৬ সালের শুরুতেই তার বিয়ের আয়োজন করবেন বলে জানান। পোস্টের শেষে তিনি তাঁর ছেলে ও পুত্রবধূকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার বার্তা দেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১