যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাঁওড়ে মাছ লুট, বোমা বিস্ফোরণ ও পাহারাদারদের মারপিটের অভিযোগ উঠেছে কামরুল বাহিনীর নেতৃত্বে একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে। গত বুধবার (২ অক্টোবর) রাতে বাঁওড়টি দখল করতে এসে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল বাহিনীর সদস্যরা বাঁওড়ের পাহারাদার ও মৎসজীবি সমিতির সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে মৎসজীবি সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার ওলিয়ার রহমান এবং কবির হোসেনকে মারধর করে গুরুতর জখম করে তারা।
স্থানীয়রা ঘটনা জানতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁওড়ে থাকা তিনটি ঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা কামরুলসহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি মহিষাকুড়া এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তদন্ত চলছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :