ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নজর মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ এর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল গত ২ অক্টোবর রাতে উপজেলার শাহবাজপুরে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটকৃত নজর মিয়া শাহবাজপুর এলাকার মৃত রহিম গার্ড মন্নু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :