সর্বশেষ :

ত্রিশালে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা


আজহারুল, ময়মনসিংহ
অক্টোবর ৩, ২০২৪ । ৮:৩৮ অপরাহ্ণ
ত্রিশালে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, জহির মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, আনিসুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল, আঃ মতিন, পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান, পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শ্রী শংকর রায়, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, প্রনব দা প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৬৫টি পূজা মণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথি ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, “আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা-২০২৪ উদযাপনে সার্বিক সহযোগিতা করব।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১