সর্বশেষ :

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টির পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত


অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৪ । ১০:১১ অপরাহ্ণ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টির পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত
সংগৃহীত ছবি

দেশের চারটি প্রধান সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। এ অবস্থায় দেশের তাপমাত্রা দিনভর অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

অধিদপ্তর আরও জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, যা ঝোড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১