টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আবারও মা হতে চলেছেন। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক দ্বিতীয়বারের মতো মাতৃত্বের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। এই সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা ও টালিউডের সহকর্মীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন।
কোয়েল এর আগে ২০২০ সালে প্রথম সন্তানের মা হন, তখন তার ঘরে আসে ছেলে কবীর। এই দীর্ঘ সময়ে তিনি সন্তানের যত্ন আর কাজের মাঝে চমৎকারভাবে ভারসাম্য বজায় রেখেছেন। তবে এবার নতুন সদস্যের আগমনে বাড়ছে তার দায়িত্ব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে কোয়েল জানান, তাদের পরিবারে আরও একজন সদস্য আসতে চলেছে। ছবিতে দেখা যায় কোয়েল, তার স্বামী নিসপাল সিং এবং ছেলে কবীরকে।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে কোয়েল লিখেছেন, “আমাদের পরিবার বড় হচ্ছে, কবীর খুব শিগগিরই বড় ভাই হতে চলেছে। এই বিশেষ সময়ে আপনাদের ভালোবাসা ও শুভকামনা চাই।” তার পোস্টের শেষে তিনি হাতজোড় ও লাল হৃদয়ের ইমোজি যোগ করেন এবং হ্যাশট্যাগে লেখেন #Love, #Life, #Blessing, #Bliss।
কোয়েলের এই পোস্টের পর অনেক সহকর্মী শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা জিৎ লেখেন, “অসাধারণ! এই পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা।” ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, “শুভেচ্ছা! খুব খুশি হয়েছি।” পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী এবং মৌনি রায়ও তাদের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি কোয়েল মল্লিক বিয়ে করেন প্রযোজক নিসপাল সিং রানেকে। ২০২০ সালের ৫ মে তাদের প্রথম সন্তান কবীরের জন্ম হয়। কোয়েল মাঝে মধ্যেই ছেলের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের আনন্দ দিয়ে থাকেন। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের শুরুতেই মল্লিক-সিং পরিবারে নতুন অতিথির আগমন ঘটবে, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভক্তরা।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :