পূজার সাজে অনন্য রূপে বিদ্যা সিনহা মিম


অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ । ১২:০৫ অপরাহ্ণ
পূজার সাজে অনন্য রূপে বিদ্যা সিনহা মিম
সংগৃহীত ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আসন্ন। ইতোমধ্যেই মহালয়ার মাধ্যমে পূজার উৎসবের আমেজ শুরু হয়েছে। এই উৎসবের আনন্দ ছুঁয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেও। হিন্দু ধর্মের অনুসারী মিম পূজার বিশেষ সাজে সেজে তার ভক্তদের মুগ্ধ করেছেন।

বুধবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পূজার সাজে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ মহালয়া” এবং সঙ্গে একটি লাভ ইমোজি যোগ করেছেন। ছবিগুলোতে তাকে সাদা শাড়ি, যার পাড় ও আঁচলে লাল রঙের ছোঁয়া, পরিধান করতে দেখা গেছে। মাথায় সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক এবং নাকে বড় নথ দিয়ে তিনি তার সাজকে সম্পূর্ণ করেছেন। গলায় লম্বা চেইন, হাতে শাখা-পলা ও সোনালি বালা তার ঐতিহ্যবাহী সাজের সঙ্গে মানিয়েছে।

খোলা চুল, মিষ্টি হাসি, আর হাতে পদ্মফুলসহ মিম যেন দেবীর রূপেই হাজির হয়েছেন ক্যামেরায়। তার এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসার ঝড় বইছে। কমেন্ট সেকশন ভরে উঠেছে মিমের সৌন্দর্যের প্রশংসায় নানান মন্তব্যে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১