কানপুর টেস্টে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পঞ্চম দিনে ম্যাচ ড্র করতে মরিয়া টাইগাররা। তবে দিনের প্রথম সেশনেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ মাত্র ৯৮ রান। মুশফিকুর রহিম ২ রানে এবং মেহেদী হাসান মিরাজ শূন্য রানে ব্যাট করছেন। যদিও বাংলাদেশ এখন ৪৬ রানের লিডে রয়েছে, কিন্তু উইকেটের ধসের কারণে বিপদে পড়ে গেছে দলটি।
পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিন শূন্য রানে অপরাজিত থাকা মুমিনুল হক মাত্র ২ রান যোগ করেই বিদায় নেন। এতে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত কিছুটা লড়াই করার চেষ্টা করেন।
এই জুটি ভারতের দেওয়া ৫২ রানের লিড পার করে বাংলাদেশকে এগিয়ে নিতে শুরু করে। তবে অধিনায়ক শান্ত ইনিংসটা বড় করতে পারেননি। ৩৭ বল খেলে ১৯ রান করে তিনি বিদায় নেন। অপর প্রান্তে থাকা সাদমান ফিফটি পূর্ণ করলেও, সেট হয়ে থাকার পর তিনিও ফিরে যান।
এরপর লিটন দাস ৮ বল খেলে মাত্র ১ রান করে আউট হন, সাকিব আল হাসানও শূন্য রানে ফিরলে ৩ রানের ব্যবধানে বাংলাদেশ ৪ উইকেট হারায়। এতে ভারতের বিপক্ষে চাপে পড়ে যায় টাইগাররা।
এর আগে চতুর্থ দিনে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ, যার জবাবে ভারত টি-টোয়েন্টির গতিতে ৩৫ ওভারে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে তারা ৫২ রানের লিড নেয়। এরপর বাংলাদেশ ১১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল। সেখান থেকেই পঞ্চম দিনের এই অস্বস্তিকর শুরু।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :