সর্বশেষ :

হামজার বাংলাদেশে খেলতে প্রস্তুত, ফিফার শুভেচ্ছা পোস্ট


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৫:১২ অপরাহ্ণ
হামজার বাংলাদেশে খেলতে প্রস্তুত, ফিফার শুভেচ্ছা পোস্ট
সংগৃহীত ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে। মার্চ মাসে সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও, পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। তবে এবার তার সব প্রস্তুতি সম্পন্ন। পাসপোর্ট ও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে গেছেন তিনি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হামজার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষাকে সামনে রেখে তার ছবি সহ একটি পোস্ট দিয়েছে। ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‌‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এনওসি পাওয়া গেছে এবং এখন ফিফার কাছে বিষয়টি পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কোনও বাধা না থাকলে হামজা চৌধুরী শিগগিরই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন।

উল্লেখ্য, হামজার পরিবার বাংলাদেশের হবিগঞ্জ থেকে। ছোটবেলায় বাংলাদেশে নিয়মিত আসতে না পারলেও, তার শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রয়েছে। ইংল্যান্ডের অনূর্ধ্ব দলেও খেলেছেন এই মিডফিল্ডার, এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ও ওয়াটফোর্ডের হয়েও মাঠ মাতিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে, আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হামজাকে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১