সর্বশেষ :

রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান

সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৭:৩৭ অপরাহ্ণ
সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
সংগৃহীত ছবি

সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। প্রতিদিন গড়ে ৮ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ আগস্ট মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগস্টে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ডলার।

রেমিট্যান্স প্রবাহের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ১০ হাজার ডলার।

বিশেষভাবে ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসীরা ২৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এছাড়া, ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার এবং ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে, জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে জুলাই মাসে তা হ্রাস পেয়ে ১৯১ কোটি ডলারে নেমে আসে, যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আগস্টে আবার রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে ২২২ কোটি ১৩ লাখ ডলারে পৌঁছায়।

ব্যাংকারদের মতে, প্রবাসীরা এখন হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ কমিয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যার ফলে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১