বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই মাসের জন্য সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। যদিও পুলিশের এ ধরনের ভূমিকা পালনের কথা ছিল, তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের কারণে পুলিশের মনোবলে ভাটা পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সাধারণ মানুষের থেকে দূরত্ব তৈরি হওয়ায় পুলিশ কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
তিনি জানান, “পুলিশের সবাইতো অন্যায় করেনি। যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে, তবে এটি একটি লম্বা প্রক্রিয়া। তার আগেই দেশে শান্তি বজায় রাখতে সাময়িকভাবে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।”
ড. ইউনূস আশা প্রকাশ করেন যে, এই সময়ে পুলিশের মনোবল পুনরায় গড়ে উঠবে এবং তারা আগের মতো দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এই বিষয়ে তিনি বলেন, “সরকারই তার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং যখন তা জানানো হবে, তখনই সেটা চূড়ান্ত হবে।”
সরকার পরিচালনায় তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, তরুণদের হাতেই ভবিষ্যতের দায়িত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, “তরুণদের নেতৃত্বেই দেশের নতুন দিশা তৈরি হয়েছে, কাজেই তাদের ওপর আস্থা রাখার কারণ আছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :