সর্বশেষ :

সাবেক সচিব জাহাংগীর আলম ৫ দিনের রিমান্ডে


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৫:৩২ অপরাহ্ণ
সাবেক সচিব জাহাংগীর আলম ৫ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডিতে ছাত্র আন্দোলন চলাকালে কিশোর আব্দুল মোতালিব (১৪) হত্যাকাণ্ডের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, একই দিন সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদানকারী কিশোর আব্দুল মোতালিব বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

এছাড়া, মামলায় আরও ২৫০-৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, এবং শাজাহান খানকে ২৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১