সর্বশেষ :

সংস্কার প্রস্তাবের পরই নির্বাচনকালীন রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৭:১৭ অপরাহ্ণ
সংস্কার প্রস্তাবের পরই নির্বাচনকালীন রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

ছয়টি কমিশনের কাছ থেকে সংস্কার প্রস্তাব পাওয়ার পরই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “কমিশনগুলোর সংস্কার প্রস্তাব পাওয়ার পর নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করা হবে। এ সরকার শুধু সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্তই ক্ষমতায় থাকবে, তার বেশি নয়।”

ভারতের ভিসা ইস্যুতে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারত উভয়ের স্বার্থেই সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আগামী মাসে অনুষ্ঠিতব্য বিমসটেক সামিটে দুই দেশের সরকার প্রধানদের সাক্ষাৎ হতে পারে। এছাড়া, শিগগিরই ভারত সব ধরনের ভিসা পুনরায় চালু করবে।”

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে, তবে ইসলামাবাদ ও ঢাকা সম্পর্ক উন্নত করার পথে এগোতে পারে।”

এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কিছু রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১