সর্বশেষ :

লেটুস পাতা: হজমে সহায়ক, চোখের যত্নে অপরিহার্য


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ১:৩৬ অপরাহ্ণ
লেটুস পাতা: হজমে সহায়ক, চোখের যত্নে অপরিহার্য

প্রকৃতি আমাদের জন্য নানা উপকারী উপাদান সাজিয়ে রেখেছে, যা সুস্থ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেটুস পাতা এমনই এক উপকারী প্রাকৃতিক উপাদান, যা শরীরের নানান সমস্যা সমাধানে সহায়তা করে। পুষ্টিবিদদের মতে, লেটুসে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় এই শাক যুক্ত করলে বহু রোগের ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব।

চোখের দৃষ্টি বাড়ায়

বর্তমান সময়ে, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে কাজ করার ফলে অনেকের চোখের সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু লেটুসে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। নিয়মিত লেটুস খেলে চোখের দৃষ্টি উন্নত হয় এবং ছানি পড়ার ঝুঁকিও হ্রাস পায়।

হাড় হবে মজবুত

লেটুস পাতায় রয়েছে ভিটামিন কে, যা হাড়কে শক্তিশালী করে। নিয়মিত লেটুস খেলে হাড়ের ক্ষয়জনিত সমস্যা কমে এবং হাড়ের স্বাস্থ্য উন্নত হয়।

ডিহাইড্রেশন প্রতিরোধ

যারা পর্যাপ্ত পানি পান করেন না, তাদের জন্য লেটুস একটি চমৎকার সমাধান। এই পাতার ৯৫ শতাংশই পানি, যা দেহের পানির অভাব মেটাতে সহায়তা করে।

ঘুমের সমস্যা দূর করবে

অনিদ্রা বা ইনসোমনিয়া থেকে মুক্তি পেতে লেটুস অত্যন্ত কার্যকর। এর বিশেষ উপাদানগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করে, ফলে রাতের ঘুম হয়ে ওঠে শান্তিময়।

পেটের সমস্যা সমাধানে লেটুস

গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? লেটুসে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং পেটের সমস্যার সমাধান করে। নিয়মিত লেটুস খেলে পেটের স্বস্তি বজায় থাকবে।

সুতরাং, সুস্থ জীবনযাপন করতে লেটুস পাতা প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত করুন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১