সর্বশেষ :

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ অনথিভুক্ত বাংলাদেশি


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ২:৩৯ অপরাহ্ণ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ অনথিভুক্ত বাংলাদেশি
সংগৃহীত ছবি

লিবিয়ার বেনগাজি থেকে আরও ১৪৪ জন অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইটে ভোর ৭টায় দেশে ফেরেন এসব বাংলাদেশি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

প্রত্যাবাসিতদের সহায়তার অংশ হিসেবে আইওএম প্রত্যেককে ছয় হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করে। এছাড়াও তাদেরকে কিছু খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১