সর্বশেষ :

রানা প্লাজা ধসের মামলায় সোহেল রানার হাইকোর্টে জামিন


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৪:৫৮ অপরাহ্ণ
রানা প্লাজা ধসের মামলায় সোহেল রানার হাইকোর্টে জামিন
ফাইল ছবি

সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা জানান, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট, যা ৯ এপ্রিল আপিল বিভাগের আদেশে স্থগিত হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১,১৩৫ জন পোশাক শ্রমিক নিহত ও কয়েক হাজার আহত হন। ঘটনার পাঁচ দিন পর ভবনের মালিক সোহেল রানাকে ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‍্যাব।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১