সর্বশেষ :

যশোরে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার আসামী আটক


কল্যাণ রায়, যশোর
অক্টোবর ১, ২০২৪ । ৬:৪৪ অপরাহ্ণ
যশোরে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার আসামী আটক

যশোরে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ০৭ নং আসামী রুবেল ওরফে কপালকাটা রুবেল (৩১) কে আটক করেছে র‌্যাব – ৬, সিপিসি – ৩ এর একটি আভিযানিক দল।

 

মঙ্গলবার র‌্যাব – ৬, যশোর ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রমতে, যশোর শহরস্থ কোল্ডস্টোরেজ মোড় এলাকায় আত্মগোপনে থাকা আশ্রম মোড়ের বাসিন্দা রুবেল ওরফে কপালকাটা রুবেল কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি হত্যা মামলা, ০১টি হত্যা চেষ্টা মামলা এবং ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

 

গত ১০ সেপ্টেম্বর রাতে যশোরে রেলওয়ে স্টেশনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা জুম্মান (৩৪) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধারপূর্বক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শহরের জনবহুল এলাকায় ঘটনাটি ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে অবগত হয়ে র‌্যাব – ৬ এর একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে যান এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। তারা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে, জুম্মানকে হত্যার জন্য কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করছেন। হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের ভাই খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব – ৬ যশোর ক্যাম্প জুম্মান হত্যার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে যশোর রেলস্টেশনে তারা একত্রিত হন ভিকটিম জুম্মানকে হত্যা করার জন্য। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব – ৬, সিপিসি – ৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১