সর্বশেষ :

ভ্রু নাচিয়ে আলোচনায় আসা প্রিয়া ওয়ারিয়র আবারও ভাইরাল


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৭:৫৭ অপরাহ্ণ
ভ্রু নাচিয়ে আলোচনায় আসা প্রিয়া ওয়ারিয়র আবারও ভাইরাল
সংগৃহীত ছবি

চার-পাঁচ বছর আগে ভ্রু নাচিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। মাত্র একটি ভিডিও দিয়েই তিনি ভাইরাল হয়ে উঠেছিলেন। সেই ভিডিওতে তাকে চোখ মারতে দেখা যায়, যা ‘উইঙ্ক’ নামে পরিচিত। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে ট্রেন্ডিং হয়েছিল, এবং তিনি রাতারাতি তারকাখ্যাতি পান।

সেই প্রিয়া ওয়ারিয়র এখন কী করছেন, তা নিয়ে অনেকেরই কৌতূহল। যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিয়মিতই নতুন ছবি ও ভিডিও পোস্ট করেন, যা দ্রুতই ভাইরাল হয়। সম্প্রতি দক্ষিণ ভারতীয় উৎসব ওনাম উপলক্ষে তার ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে তাকে ঐতিহ্যবাহী সোনালি এবং অফ-হোয়াইট সিল্কের পোশাকে দেখা যায়, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।

সোনালি কাঁচুলি ব্লাউজ, ডানাযুক্ত আইলাইনার, কপালে টিপ, এবং ফুল দিয়ে সাজানো লম্বা বেণী—সব মিলিয়ে তিনি নজর কেড়েছেন। সেই সঙ্গে মানানসই স্বর্ণের নেকলেস, নথ ও চুড়ি তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এছাড়া, ওনামের আগে আরও কিছু ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন প্রিয়া, যেখানে তাকে সবুজ ফুলের লেহেঙ্গায় লাল গোলাপ দিয়ে সাজানো চুলের খোঁপায় দেখা যায়।

অভিনয়ের দিক থেকে, প্রিয়া সম্প্রতি মালায়ালাম সিনেমা ‘মন্দাকিনী’-তে অভিনয় করেছেন। সঞ্জু উন্নিথানের প্রযোজনায় এবং বিনোদ লীলার পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আলতাফ সেলিম ও আনারকলি মারিকার।

প্রিয়া ওয়ারিয়র ২০১৯ সালে “গুরু আদার লাভ” সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন, যার ট্রেলার ইউটিউবে প্রায় ৯৭ মিলিয়ন বার দেখা হয়েছিল। ২০২১ সালে তেলেগু সিনেমায় ‘চেক’ ও ‘ইশক’ সিনেমার মাধ্যমে তার তেলেগু সিনেমায় অভিষেক ঘটে। কন্নড় ও হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

কেরালার ত্রিশূরে ১৯৯৯ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করা প্রিয়া ত্রিশূরের বিমলা কলেজে ব্যাচেলর অব কমার্সে পড়াশোনা করেছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১