ভারতের বিপক্ষে কানপুর টেস্টেও বড় ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে ভারতের সামনে সহজ ৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিন শূন্য রানে অপরাজিত থাকা মুমিনুল মাত্র ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। ৩৬ রানের মধ্যেই বাংলাদেশ হারায় তিনটি উইকেট। এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং ওপেনার সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে শান্ত ৩৭ বলে ১৯ রান করে বিদায় নিলে আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি।
সাদমান ফিফটি করলেও সেটি দলের জন্য যথেষ্ট হয়নি। পরে লিটন দাস (১), সাকিব আল হাসান (০) এবং শেষ দিকে মেহেদী হাসান মিরাজ (৯) ও তাইজুল ইসলাম আউট হলে বাংলাদেশের ইনিংস দ্রুত ভেঙে পড়ে। মুশফিকুর রহিম ৬৩ বলে ৩৭ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও দলকে বিপর্যয় থেকে উদ্ধার করতে পারেননি।
এর ফলে, ভারতের সামনে মাত্র ৯৫ রানের সহজ লক্ষ্য দাঁড়িয়েছে। এর আগে চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হলে ভারত আক্রমণাত্মক ব্যাটিং করে ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে এবং ইনিংস ঘোষণা করে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :