চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
দুর্ঘটনার সূত্রপাত চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে থাকা তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে ঘটে যাওয়া এক বিস্ফোরণ থেকে, যা পরবর্তীতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক ঘটনায় তিনজন জাহাজকর্মী—ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম এবং ডেক ক্যাজুয়াল সদস্য হারুন—প্রাণ হারান।
নৌপরিবহন উপদেষ্টা এই ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :