সর্বশেষ :

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটি, চেক ক্লিয়ারিং প্রক্রিয়া বাতিল


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৩:৩০ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটি, চেক ক্লিয়ারিং প্রক্রিয়া বাতিল
সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা তৈরি হয়েছে। এর ফলে সোমবারের (৩০ সেপ্টেম্বর) সকল ক্লিয়ারিং চেকের নিষ্পত্তি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্ভারে ত্রুটির কারণে সোমবার আসা চেকগুলোর ক্লিয়ারিং সম্ভব হয়নি।

হোসনে আরা শিখা আরও জানান, সার্ভারের সমস্যাটি দ্রুত সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংকের কারিগরি টিম কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাত ৯টার দিকে সার্ভারে ত্রুটি শনাক্ত করা হয় এবং রাত ২টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তা সমাধান করা সম্ভব হয়নি। তাই সোমবারের সকল চেকের নিষ্পত্তি বাতিল করা হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১