সর্বশেষ :

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৭:১২ অপরাহ্ণ
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে প্রাণহানি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব বিষয়ে বক্তব্য দেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, “সাম্প্রতিক বিক্ষোভের ওপর দমন-পীড়ন এবং এতে যে বেসামরিক প্রাণহানি হয়েছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং যারা দায়ী, তাদের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

সম্প্রতি ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হতাহতের ঘটনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের শ্রম অধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি সমর্থন রয়েছে উল্লেখ করে মার্কিন স্টেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজও বলেছেন, পশ্চিমা দেশগুলো শ্রমিকদের রক্তে রঞ্জিত পোশাক কিনতে চায় না।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, “আমরা বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা বজায় দেখতে চাই।”


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১