সর্বশেষ :

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ; পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৫:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ; পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান
ফাইল ছবি

বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভে শত শত বেসামরিক মানুষের মৃত্যু, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, যেখানে ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক পরিবর্তনের মন্তব্য উল্লেখ করা হয়, ম্যাথিউ মিলার বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় যারা প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে পূর্ণ তদন্ত হওয়া জরুরি এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।”

এছাড়া, সম্প্রতি ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ এবং মার্কিন স্টেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজের মন্তব্য প্রসঙ্গে মিলার জানান, “এ বিষয়ে তার কাছে আপাতত কোনো তথ্য নেই, তবে পরে এ বিষয়ে উত্তর দেবেন।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “আমরা বাংলাদেশে এবং সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চাই।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১