দীর্ঘদিন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে সুনাম কুড়ানো তরুণ মডেল সামিরা সাঈদ এবার অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন। ফ্যাশন মডেল হিসেবে সাফল্যের পর এবার তিনি একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন।
সামিরা জানান, “মির্জা” নামের এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন সুমন আনোয়ার, এবং এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পারসা ইভানা ও জুনায়েদ বোগদাদিসহ আরও অনেকে।
অভিনয়ে নতুন যাত্রা প্রসঙ্গে সামিরা বলেন, “ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে চাই। প্রথম কাজেই মোশাররফ করিমের মতো গুণী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
বর্তমানের চ্যালেঞ্জিং কাজের পরিবেশে সামিরা মানসম্মত কাজ করতে আগ্রহী এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান, “ভালো কাজের চাহিদা সব সময় থাকে। তাই ভালো কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সফল হতে পারি।”
ওয়েব ফিল্মটি এ বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে প্রচারিত হবে। সামিরা দেশি-বিদেশি অনেক নামকরা ফ্যাশন হাউজের মডেল হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :