জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে, ২২ সেপ্টেম্বরও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যা দুজনের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :