সর্বশেষ :

নোয়াখালীর রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের খালাস, বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ৫:২৭ অপরাহ্ণ
নোয়াখালীর রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের খালাস, বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা
ফাইল ছবি

নোয়াখালীতে জেলা যুবলীগের এক নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক উভয় পক্ষের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া আদালতের রায়ের বিষয়ে নিশ্চিত করে বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। এ মামলার মাধ্যমে তাকে হয়রানি করা হয়েছে। এখন আমরা মামলার বাদী একরামুল হক বিপ্লবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।”

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডন থেকে দেওয়া এক বক্তব্যে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি এবং পাকিস্তানের বন্ধু হিসেবে উল্লেখ করেন, যা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। এই বক্তব্যের প্রতিবাদে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানার দুই উপপরিদর্শক সিকদার মো. সাইফুল ইসলাম এবং মো. জসিম উদ্দিন আদালতে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১