নাটোরে পিপিআর ভ্যাকসিন’র ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের রামপুর গ্রামে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ‘পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোঃ আখতার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফা জামান, নাটোর সদর প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মুশফিকুর রহমানসহ এলাকার ছাগল খামারি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ড. জুলফিকার মোঃ আখতার হোসেন বলেন, এ বছর জেলায় মোট ৯ লাখ ৪০ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর ভ্যাকসিন’র ২য়ডোজ টিকা প্রদান করা হবে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :