দেশের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ চলতি মাসেই আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
নতুন ভর্তিকৃতদের মধ্যে বরিশালে ৯৯ জন, চট্টগ্রামে ১৪৪ জন, ঢাকার বাইরের অঞ্চলে ২৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৮ জন, খুলনায় ৮১ জন, রাজশাহীতে ৩৩ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেটে ১২ জন রয়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ হাজার ৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মারা গেছেন ১৬৬ জন। গত বছর ডেঙ্গুতে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১,৭০৫ জনের।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :