সর্বশেষ :

জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন


কল্যান রায়, যশোর
অক্টোবর ১, ২০২৪ । ১০:২৭ অপরাহ্ণ
জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

যশোরের ছোট বালিয়াডাঙ্গা ও চার গ্রামের মানুষ ঘুরুলিয়া ব্রীজ এর পশ্চিম পাশ হতে চিনাডাঙ্গা ও জয়রামপুর পর্যন্ত খালপূর্ণ খননের দাবিতে মানববন্ধন করেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ছোট বালিয়াডাঙ্গার কায়েতখালি বাওড়ের পাশে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেড়িবাঁধ নিমার্ণের মাধ্যমে জলাকার সৃষ্ঠি করে এক শ্রেণির স্থানীয় প্রভাবশালী মানুষেরা দীর্ঘ দিন পাঁচবাড়িয়া, হাশিমপুর, বড় বালিয়াডাঙ্গা, ছোট বালিয়াডাঙ্গা,শাহপুর, আড়পাড়া, তালবাড়িয়া, কায়েতখালি ও চিনাডাঙ্গা গ্রামের মানুষের ফসলি জমি পানিপূর্ণ করে তাদের জিম্মি করে রেখেছে। এই এলাকার একটি খাল পূঁজি করে কায়েতখালি মৎস্যজীবী সমিতির নামে ১৭বছর ভোগ দখল করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।

খালের ভিতরে ২০ টা পাটা দিয়ে খালের পানির স্বাভাবিক গতিপথ বাঁধাগ্রস্থ করেছে। যে কারণে স্থানীয় মানুষের ফসলের ক্ষেত যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিতে গেছে। মৎস্যজীবী সমিতি ৩৯ বিঘা জমি মাছ চাষের জন্য ব্যবহার করে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১