সর্বশেষ :

গাছ কাটা ও জায়গা দখলের প্রতিবাদে সান্তাহারের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও আন্দোলন


প্রদীপ, আদমদীঘি
অক্টোবর ১, ২০২৪ । ৬:৫৬ অপরাহ্ণ
গাছ কাটা ও জায়গা দখলের প্রতিবাদে সান্তাহারের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও আন্দোলন

বগুড়ার সান্তাহারের প্রাচীনতম বিদ্যালয়, সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি স্কুলে গাছ কেটে জায়গা দখলের ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার শিক্ষার্থীরা স্কুলের গাছ কেটে জায়গা দখল করার প্রতিবাদে আন্দোলন শুরু করলে, শিক্ষকেরা তাদের শ্রেণীকক্ষে ফিরতে বলেন।

এরপর শিক্ষার্থীদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে বের করে দেওয়ার হুমকি দিলে তারা ক্লাস বর্জন করে শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের দাবি, স্কুলের পাশে থাকা একটি আম গাছ কেটে জায়গাটি দখল করেছেন মো. আকবর হোসেন নামের এক ব্যক্তি। স্কুলের প্রধান শিক্ষক তহমিনা বেগম উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি, যার ফলস্বরূপ শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে আকবর হোসেনের ছেলে ডা. ফজলেরাব্বী দাবি করেন, জায়গার বৈধ মালিক তারা এবং তাদের দলিলপত্র রয়েছে।

তবে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, প্রধান শিক্ষককে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং জায়গা মাপার জন্য প্রশাসনের লোক পাঠানো হলেও প্রধান শিক্ষক তা মেনে নেননি। তিনি আরও জানান, প্রধান শিক্ষকই শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে রাস্তায় আন্দোলনে নামিয়েছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১