তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অক্টোবর মাসের মূল্যবৃদ্ধি বা হ্রাসের তথ্য জানা যাবে আগামীকাল, বুধবার (২ অক্টোবর)। ওইদিন এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (১ অক্টোবর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকোর অক্টোবর ২০২৪-এর সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ ঘোষণা বুধবার বিকেল ৩টায় প্রকাশিত হবে।
গত ২ সেপ্টেম্বর এলপিজির ১২ কেজির সিলিন্ডারের মূল্য আগস্টের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে, আগস্টে মূল্য বৃদ্ধি হয়েছিল ১১ টাকা এবং জুলাইয়ে ৩ টাকা। জুন ও মে মাসে দাম কমিয়ে যথাক্রমে ১ হাজার ৩৬৩ ও ১ হাজার ৩৯৩ টাকা করা হয়েছিল।
গত বছর, ২০২৩ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম পাঁচবার কমলেও সাতবার বেড়েছিল।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :