রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ইরান সফরে এসেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) তিনি ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করতে তেহরানে পৌঁছান। রুশ সংবাদ সংস্থা তাস এবং ইরানি মেহের নিউজ জানায়, এই সফরে মিশুস্তিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতার পাশাপাশি পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে যৌথ প্রকল্প নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এই বৈঠক বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :