রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রংপুর চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আসাদুজ্জামান।
এর আগেও পৃথক দুটি হত্যা মামলায় তাকে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়ার ১০ দিনের রিমান্ড আবেদন পর্যালোচনা করে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় তুষার কান্তি মণ্ডলকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল।
তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনায় মোট ১১টি মামলা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সাভারে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :