সর্বশেষ :

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস


অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ । ১২:৪৭ অপরাহ্ণ
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
প্রতীকী ছবি

আজ ১ অক্টোবর, সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪’ উদযাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য হলো ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় যে, প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হবে। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশসহ বিশ্বব্যাপী ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রবীণদের অবদানকে গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের সুরক্ষা ও যত্নের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করার গুরুত্ব রয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে বিশেষ ক্ষুদেবার্তা প্রেরণ এবং ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার। আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁওস্থ প্রবীণ হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালির পর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১