চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস কমিটি এই তথ্য জানিয়েছে।
মাসব্যাপী পূর্বাভাসে আরও বলা হয়েছে, মাসের শুরুতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারাদেশে ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও, ক্রমান্বয়ে তা হ্রাস পেতে পারে।
বন্যা পরিস্থিতির বিষয়ে জানানো হয়েছে, প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে।
এই পূর্বাভাস সংক্রান্ত বৈঠকটি আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্র ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :