সর্বশেষ :

৫ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ । ২:০৩ অপরাহ্ণ
৫ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি
ফাইল ছবি

দেশের পাঁচটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ বিষয়ে কথা বলেন।

বিবৃতিতে জানানো হয়, টানা ভারী বর্ষণ এবং উজান থেকে আসা পানির ঢলের ফলে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ স্থানীয় নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে; তাদের মধ্যে চরম অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে। অনেক জায়গায় রাস্তাঘাট ও ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে।

এই অবস্থায় তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে সক্রিয় হতে হবে।

এছাড়াও তিনি সরকারের কাছে দ্রুত বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করার আহ্বান জানান, একই সঙ্গে নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০