সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে ফের বিতর্কে জড়ালেন বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা। যুক্তরাষ্ট্রপ্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী অভিযোগ তুলেছেন, জোরপূর্বক তার কাছ থেকে বিপিএলের সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সারোয়ার রাজধানীর পল্লবী থানায় মাশরাফীসহ আরও ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সারোয়ারের মাথায় রিভলবার ঠেকিয়ে হুমকি দেওয়া হয় এবং তার অনুমতি ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা বদল করা হয়। মামলায় মাশরাফীর কার্যালয়ে বসে এই ঘটনা ঘটে বলে উল্লেখ করেছেন সারোয়ার। এছাড়া, তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল এবং বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথা বললে শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হামলার অভিযোগে মাশরাফী ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :