সর্বশেষ :

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনে ইলিয়াস কাঞ্চনসহ চাকরিপ্রত্যাশীরা


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ । ৬:১৭ অপরাহ্ণ
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনে ইলিয়াস কাঞ্চনসহ চাকরিপ্রত্যাশীরা
সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে আন্দোলন করেছে চাকরিপ্রত্যাশীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে চাকরিপ্রত্যাশীরা সমাবেশ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পর্যন্ত মিছিল করেন। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবুও আন্দোলনকারীরা সেখানে অবস্থান করে স্লোগান চালিয়ে যান।

এই আন্দোলনের ফলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দুই পাশে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী-পুরুষও এই আন্দোলনে যোগ দেন। তাদের সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। চাকরিপ্রত্যাশীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে জাতীয় পতাকা বেঁধে রাজপথে নেমে এই অভিনেতা অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে, এমনটা আমি কখনও আশা করিনি। আমাদের শহিদদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেখানে কোনও বৈষম্য থাকবে না বলে আশা করেছিলাম। কিন্তু আজ আমাদের সন্তানদের তাদের অধিকার আদায়ে বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়াতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “কারও যদি চাকরির বয়স এক বছরও বাকি থাকে এবং তার যদি যোগ্যতা থাকে, তাহলে তাকে চাকরিতে প্রবেশের সুযোগ দিতে হবে। বয়সের গণ্ডিতে কাউকে বাঁধা যাবে না। আমাদের সন্তানরা তাদের যৌক্তিক অধিকার দাবি করছে, আমরা আশা করবো এই দাবি মেনে নেওয়া হবে।”

প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “৩৫ করার দাবি মেনে নিন। কারণ বয়স নয়, একজন ছাত্র তার মেধা ও যোগ্যতা দিয়েই চাকরি অর্জন করবে। তারা কারও কাছে কোনও সহানুভূতি চায় না, তারা চায় শুধুমাত্র তাদের অধিকার।”

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০