রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশনের উদ্দেশ্যে সুপারিশ দিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সোমবার (৩০ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ছয়টি সংস্কার কমিশন এখনও পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। তবে কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করার কথা রয়েছে। এ সময় কমিশনে বিএনপি কিছু সুপারিশ পেশ করবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, “আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের সবার সমান অধিকার থাকা উচিত। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ব্যাপার নেই।”
এছাড়া, বিএনপির এই নেতা উল্লেখ করেন, “বিদেশ থেকে আসা পতিত স্বৈরাচার বাংলাদেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, দেশের জনগণ কোনো ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করবে না।”
তিনি আরো জানান, দেশে বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং ফ্যাসিবাদের সহযোগীরা বিভিন্ন স্থানে অবস্থান করছে, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে, জনগণ এ পরিস্থিতিকে মেনে নেবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :