সর্বশেষ :

বাংলাদেশ দ্বিতীয় সেশনেই অলআউট


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ । ২:২৪ অপরাহ্ণ
বাংলাদেশ দ্বিতীয় সেশনেই অলআউট
সংগৃহীত ছবি

বাংলাদেশ দ্বিতীয় সেশনে ২৩৩ রানে অলআউট হয়েছে কানপুর টেস্টে। টানা দুই দিনের বৃষ্টির পর খেলার সুযোগ পেলেও টাইগারদের ব্যাটিংয়ে তেমন কার্যকরিতা দেখা যায়নি। ১০৭ রান নিয়ে শুরু করা বাংলাদেশ লাঞ্চ বিরতির পর দ্রুত উইকেট হারাতে শুরু করে।

মুমিনুল হক ১০৭ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন, তবে অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় দল ১৭০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। লিটন দাস ১১ রানে বোল্ড হন বুমরাহর বলে, সাকিব আল হাসানও ব্যর্থ হন, মাত্র ৯ রান করে ফিরতে হয় তাকে। মুমিনুল ও মেহেদী হাসান মিরাজ মিলে সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, বাংলাদেশ দলকে ২০০ রানের গণ্ডি পার করান। মুমিনুল তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন।

কিন্তু এরপর মিরাজ (২০), তাইজুল ইসলাম (৫), এবং খালেদ আহমেদ শূন্য রানে আউট হলে বাংলাদেশ ২৩৩ রানে গুটিয়ে যায়।

ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন, এছাড়া মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশ দ্বীপ দুটি করে উইকেট শিকার করেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০