সর্বশেষ :

রাজনৈতিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রত্যাশা করেন গয়েশ্বর


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ৫:১৪ অপরাহ্ণ
রাজনৈতিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রত্যাশা করেন গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এবং তারা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের পথকে সুগম করবে বলে তিনি বিশ্বাস করেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশে এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে সকল দলমত ও ধর্মের মানুষ অবদান রাখতে পারবে।

গয়েশ্বর আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্রের জন্য একটি দ্রুত নির্বাচন আয়োজন করা হবে, যেখানে সব শ্রেণির মানুষ অংশগ্রহণের মাধ্যমে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।

এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বুঝতে পারবে যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অন্যায় করা হয়েছে। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তারেক রহমান দেশের জনগণকে সংগঠিত করেছেন এবং আজ তিনি বিএনপির সীমানা ছাড়িয়ে জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

তিনি আশা করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে, নতুবা তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে কিছু অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে গয়েশ্বর বলেন, কিছু বাস্তব ঘটনা আছে, আবার কিছু গুজবও ছড়ানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন এলাকায় দলের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো নেতা ব্যর্থ হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০