সর্বশেষ :

বাংলাদেশি পরিচয় দেওয়া নীল ছবির অভিনেত্রীর পরিচয় নিয়ে নতুন তথ্য ফাঁস


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ৫:২৪ অপরাহ্ণ
বাংলাদেশি পরিচয় দেওয়া নীল ছবির অভিনেত্রীর পরিচয় নিয়ে নতুন তথ্য ফাঁস
সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের উলহাসনগরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে নীল ছবির অভিনেত্রী হিসেবে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তার হওয়া ওই তরুণীর নাম রিয়া অরবিন্দা ভার্দে, যাকে ‘বাংলাদেশি নীল তারকা’ হিসেবে আখ্যা দেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রিয়াকে বাংলাদেশি বলে দাবি করা হলেও নেটিজেনদের মধ্যে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তারা রিয়া নামে কোনো বাংলাদেশি তারকাকে চেনেন না এবং তিনি কখনও বাংলাদেশের নাটক বা ওয়েবফিল্মে দেখা দেননি। এই বিষয়টি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি অপপ্রচার হিসেবে দেখছেন অনেকে।

ভারতীয় পুলিশ রিয়াকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করলেও তার সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যক্ষ সম্পর্কের প্রমাণ মেলেনি। তদন্তে উঠে এসেছে, রিয়া এবং তার পরিবার দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের অদূরে উলহাসনগরে বসবাস করছে। তবে রিয়ার মা অঞ্জলি ভার্দে, পূর্ব নাম রুবি শেখ, এবং তার ভাই-বোনের আগের নামগুলো বাংলাদেশি হওয়ার দাবি করা হলেও পুলিশের কাছে এর সুস্পষ্ট কোনো প্রমাণ নেই।

আরও জানা যায়, রিয়া বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রযোজনা সংস্থার নীল ছবির একটি প্রজেক্টে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। যদিও রাজ কুন্দ্রা এসব অভিযোগকে মিথ্যা বলে অস্বীকার করেছেন। তিনি বলেন, এই তরুণীর সঙ্গে তার কোনো পরিচয় নেই এবং তার প্রযোজনা সংস্থার সঙ্গে রিয়ার কোনো সম্পর্ক নেই।

রিয়ার পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র ভুয়া বলে অভিযোগ করা হলেও তা এখনো প্রমাণিত হয়নি। পুলিশ জানায়, রিয়া ও তার পরিবারের ভুয়া পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য স্থানীয় একটি দল কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিবারকে সরাসরি বাংলাদেশি বলা কতটা যথার্থ, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নেটিজেনরা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০