সর্বশেষ :

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখেরে ভালো হবে না: রিজভী


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ৪:২৬ অপরাহ্ণ
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখেরে ভালো হবে না: রিজভী
সংগৃহীত ছবি

ভারতকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে চান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না। এটা বাংলাদেশ।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশে রিজভী এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করছেন। তার ঘনিষ্ঠজনদের অবাধে কালো টাকা আয় করার সুযোগ করে দিয়েছেন এবং বিপদের সময় সেই অর্থ বিদেশে নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন।

রিজভী আরও বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ফ্যাসিবাদী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা থেকে শিক্ষা নিতে হবে। অস্ত্র উদ্ধারের দাবিতে তিনি বলেন, বর্তমান সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও যুবলীগ ও ছাত্রলীগের হাতে থাকা অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। এসব অস্ত্রের কারণে অস্থিতিশীলতার শঙ্কা রয়ে গেছে।

সমাবেশ শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০