সর্বশেষ :

এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ৭:৪৩ অপরাহ্ণ
এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য
সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ফল প্রকাশের জন্য সম্ভাব্য তারিখের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের এসএসসির নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার কথা বলা হয়।

এই বছর মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হয় ৩০ জুন। প্রথম দফার ৮ দিন পর কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। সরকারের তিনবারের স্থগিতাদেশের পর সর্বশেষ ১১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়। তবে, পরীক্ষার্থীদের একাংশ স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবি জানালে, ২০ আগস্ট শিক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করে। পরবর্তীতে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয় এবং পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ফল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০