সর্বশেষ :

আমেরিকা থেকে ফিরে ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব খান


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ৪:৪১ অপরাহ্ণ
আমেরিকা থেকে ফিরে ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব খান
সংগৃহীত ছবি

ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবং তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয় সম্প্রতি ৮ বছরে পা দিল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই স্টারকিড শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশেষ দিনটি উদযাপন করেন। এদিন জয়কে বিভিন্ন শুভেচ্ছায় ভরিয়ে রেখেছেন তার পরিবারের সদস্যরা।

শাকিব খান দীর্ঘ দুই মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় ফিরেন। ছেলে জয়ের জন্মদিনে অংশ নিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে কেক কাটতে দেখা যায় তাকে। বাবা হিসেবে শাকিব জয়ের হাতে হাত রেখে আনন্দের সাথে কেক কাটলেন, যা এক মনোরম দৃশ্য।

অপু বিশ্বাস জানান, জয়কে নিয়ে নানা স্থানে কেক কাটা হয়েছে এবং শাকিব তার বাসায় বিশেষ একটি কেক কাটার ব্যবস্থা করেছেন। তবে তিনি জানিয়েছেন, বাবার পক্ষ থেকে দেওয়া উপহারগুলো ব্যক্তিগত বিষয়, তাই সেগুলো বিস্তারিত বলতে চান না। তবে জয়কে যে বিপুল ভালোবাসা দিয়েছে, তা উপহারের চেয়েও বেশি মূল্যবান বলে উল্লেখ করেন তিনি।

শাকিবের নতুন লুকও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দাঁড়ি বড় করে এবং মাথায় ক্যাপ পরে দেখা যাওয়া এই অভিনেতা সম্ভবত নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জয়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে শাকিব তার ছেলে সম্পর্কে এক আবেগময় পোস্ট করেন, যেখানে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভিউ পাপা।”

এদিকে, শাকিবের আরেক ছেলে শেহজাদ খান বীরও জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি। বীরের মা বুবলীর ফেসবুকে একটি রিল প্রকাশ পায়, যেখানে শেহজাদ খান জয়ের উদ্দেশে বলেন, “হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।”

জয়ের জন্মদিনটি ছিল পারিবারিক মিলনমেলা, যেখানে বাবা-মায়ের ভালোবাসা ও আনন্দ ছিল স্পষ্ট।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০