সর্বশেষ :

আজ আকাশে দেখা মিলবে ‘দুটি চাঁদের’


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ৪:১৬ অপরাহ্ণ
আজ আকাশে দেখা মিলবে ‘দুটি চাঁদের’
সংগৃহীত ছবি

মহাকাশে বিরল এক ঘটনা ঘটতে যাচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে পৃথিবীর চারপাশে ঘুরবে নতুন এক উপগ্রহ, যাকে বলা হচ্ছে ‘মিনি মুন’। বিজ্ঞানীরা এই ক্ষুদ্র উপগ্রহের নাম দিয়েছেন ‘২০২৪ পিটি৫’। এটি চাঁদের মতো পৃথিবীর স্থায়ী উপগ্রহ না হলেও, কিছুদিনের জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকে থাকবে। মূলত এটি একটি ছোট গ্রহাণু, যা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীর আশেপাশে ঘোরাঘুরি করবে।

তবে ‘মিনি মুন’ খালি চোখে দেখা সম্ভব নয়। পেশাদার সরঞ্জাম ছাড়া এটি দেখা কঠিন। এমনকি দুরবিন বা হোম টেলিস্কোপেও এর অবস্থান বোঝা যাবে না। ৩০ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করলেই এর উপস্থিতি ধরা দেবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ক্ষুদ্র চাঁদ আমাদের আকাশে মাত্র দুই মাস ঘুরে বেড়াবে। এর গতিপথ সম্পর্কে কার্লোস মার্কোস বলেন, গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এসে অস্থায়ীভাবে পৃথিবীর উপগ্রহে পরিণত হবে, তবে এটি চাঁদের মতো পুরো কক্ষপথ ঘুরবে না, বরং কিছুটা জানালায় উঁকি দেওয়ার মতোভাবে পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে।

‘মিনি মুন’ এর উপস্থিতি শুধু বিরল এক মহাজাগতিক দৃশ্যই নয়, বিজ্ঞানীদের গবেষণায়ও সহায়তা করবে। এই গ্রহাণুর প্রভাবে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র থেকে নতুন তথ্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০