সর্বশেষ :

আজিজুল হক কলেজে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


জাহিদ, বগুড়া
সেপ্টেম্বর ২৯, ২০২৪ । ২:৪৩ অপরাহ্ণ
আজিজুল হক কলেজে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Oplus_0

ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা এই মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং শেষে কলেজের প্রধান ফটকের কাছে বটতলায় জড়ো হন। সেখানে শিক্ষার্থীরা ইসলামি নাশিদ পরিবেশন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, ভারতের মুম্বাইয়ে ইসলাম ধর্ম ও নবীজী (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তি অত্যন্ত নিন্দনীয় এবং এ ধরনের অবমাননা মেনে নেওয়া সম্ভব নয়। তারা নবীজীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন এবং নবীজীকে অবমাননা করা হলে মুসলিম উম্মাহ চুপ থাকবে না।

বিক্ষোভ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বক্তারা আরও বলেন, ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করলে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

সরকারি আজিজুল হক কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক আব্দুল আলিম বলেন, “যে ব্যক্তি নবীজী (সাঃ) কে নিজের জীবন, সম্পদ ও পরিবার-পরিজনের চেয়ে বেশি ভালোবাসে না, সে প্রকৃত মুমিন হতে পারে না। আমরা নবীজীর অবমাননা কোনোভাবেই সহ্য করতে পারি না এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০