সর্বশেষ :

আজ ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ । ১১:৪৪ পূর্বাহ্ণ
আজ ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে
সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় আজ সাবমেরিন ক্যাবল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের কনসোর্টিয়াম শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপনের কাজ করবে। এই চার ঘণ্টার সময়কালে, কুয়াকাটা স্টেশনের সঙ্গে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার স্টেশন থেকে সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।

এ সময় গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা সেবার বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০