বিশ্বে প্রথমবারের মতো সৌদি আরবে সম্পন্ন হলো রোবোটিক হার্ট প্রতিস্থাপন। কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদরোগে আক্রান্ত ১৬ বছর বয়সী এক কিশোরের শরীরে এই অত্যাধুনিক অস্ত্রোপচার সফলভাবে করা হয়েছে। তথ্যটি জানিয়েছে আল আরাবিয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টা ধরে পরিচালিত এই জটিল অস্ত্রোপচারটির নেতৃত্ব দেন। কোনো ধরনের চিরা বা ছিদ্র ছাড়াই অত্যাধুনিক রোবোটিক পদ্ধতিতে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, যা চিকিৎসা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এই পদ্ধতিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার কারণে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং অপারেশনের পরবর্তী জটিলতাও কম হয়। এটি হার্ট সার্জারিতে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল রোবোটিক অস্ত্রোপচারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছর তারা সফলভাবে একটি রোবোটিক লিভার প্রতিস্থাপন সম্পন্ন করে।
কেএফএসআরসি-এর অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. ডিটার ব্রোয়ারিং জানান, সৌদি আরব বিশ্বে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। রোবোটিক ট্রান্সপ্লান্টের মাধ্যমে চিকিৎসা খাতে নতুন এক ইতিহাস গড়া সম্ভব হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :